যে বাড়িতে আমি বড় হয়েছি, সে বাড়ি ছিল প্রচণ্ড ধর্মনিরপেক্ষ বাড়ি। বিজ্ঞানমনস্ক মানুষের বাড়ি। আমার বাবা ছিল ডাক্তার, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যাপক। মিটফোর্ড এবং ঢাকা মেডিক্যাল কলেজেরও অধ্যাপক । আমরা চার ভাই বোন ছিলাম বিজ্ঞানের ছাত্র ছাত্রী। পড়েছি পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান। আমি ডাক্তার হয়েছি। বাবা নাস্তিক ছিলেন। ভাই বোনেরাও নাস্তিক ছিল। দাদারা বেহালা বাজাতো, গিটার বাজাতো। আমিও গিটার। বোন হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসংগীত গাইতো। আমাদের গিটার, বেহালা আর গানের শিক্ষক ছিলেন যামিনী পাল, সমীর চন্দ্র দে, বাদল দে। দাদারা পাড়ার হিন্দু মেয়েদের সংগে প্রেম করতো। একজন তো এক হিন্দু মেয়েকে পরে বিয়েই করেছে। মেয়েটি নৃত্যশিল্পী। বোনেরও ছিল পাড়ার হিন্দু ছেলেমেয়েদের সংগে বন্ধুত্ব। আমাদের বাড়িতে মা ছাড়া কেউ নামাজ পড়তো না। মা’র নামাজ নিয়ে বাবা আর আমরা ভাই বোনেরা হাসি ঠাট্টা করতাম। বাবা জানতোই না নামাজ কিভাবে পড়তে হয়। আরবি অক্ষরও চিনতো না, কোরান পড়ার তো প্রশ্নই ওঠে না। আমার বাবা দাদারা বরাবরই ক্লিন শেভড। বরাবরই স্যুট টাই। আমরা বোনেরাও আধুনিক পোশাক। জামা পাজামা। সার্ট প্যান্ট। বা শাড়ি টিপ। এই ছিল আমাদের ৭০, ৮০ আর ৯০ দশকের অবকাশ। বাড়িতে সারা বছর রবীন্দ্রসংগীত বাজতো, গণসংগীত বাজতো, হেমন্ত মান্না দে সতীনাথ বাজতো। নাটক হতো, নৃত্য নাট্য হতো। সাহিত্য পত্রিকা সম্পাদনা করতো দাদা। আমিও করতাম । বাড়ির বুকশেল্ফে ছিল প্রচুর গল্প উপন্যাস প্রবন্ধের বই। বাড়িটিতে সাহিত্য চর্চা চলতো প্রতিদিন। দাদা লিখতো কবিতা। আমিও লিখতাম। বাড়িতেই সকাল কবিতা পরিষদ গড়ে তুলেছিলাম, বারান্দার ঘরে শহরের উৎসাহী আবৃত্তিকারদের নিয়ে বৃন্দ আবৃত্তির মহড়া চলতো। বাড়িতে দাবা খেলা চলতো বাবা আর মেয়েতে, ভাই বোনে চলতো রাত জেগে তাস খেলা। সে বাড়ির নাম ছিল ‘অবকাশ’। নামখানা বাবার দেওয়া। অবকাশে আমরা সবাই ছিলাম কর্মমুখর। কারও একফোঁটা অবকাশ ছিল না।
আমাদের সেই অবকাশ আর আমাদের নেই। সেই অবকাশ এখন বড় দাদার স্ত্রী এবং স্ত্রীর বাপের বাড়ির আত্মীয়দের দখলে। তার পুত্র, পুত্রদের শ্বশুরবাড়ির পাঁড় ধর্মবাজদের প্রভাবে আমাদের সেই অবকাশ এখন কোরান হাদিস হিজাব বোরখা তসবিহ আর জায়নামাজের অবকাশ। আমরা দেয়ালে টাঙাতাম আর্ট, দেয়ালে এখন কাবা শরিফের ছবি, টাঙানো প্রশ্রাব পায়খানা, পেট খারাপ, বমির উদ্রেক, সর্দি কাশি আর স্বপ্নদোষের দোয়া । ময়মনসিংহ শহরে আমার বাবার ছিল ক্লিনিক। এক্স রে, প্যাথলজি, মেডিক্যাল কন্সাল্টেশান, সার্জারি, ফার্মেসি। এখন শুনেছি অবকাশের বোরখা হিজাব আলখাল্লা পরা, মুখে ধর্মের দাড়ি রাখা লোকগুলো শহরে একটি দোকান খুলেছে, সেই দোকানে বিক্রি করে কোরান হাদিসের বই, জায়নামাজ , তসবিহ, হিজাব বোরখা, যমযমের পানি আর আরব দেশের আতর আর খেজুর।
আমাদের সেই শিল্প সাহিত্যের, সেই গান বাজনার, সেই ধর্মনিরপেক্ষ অবকাশ নষ্ট হয়ে গেছে। শুধু আমাদের অবকাশই নষ্ট হয়নি। নষ্ট হয়ে গেছে গোটা বাংলাদেশ।
তোমার অবকাশ আজ পরিবর্তিত, কষ্ট পেয়েছ নিশ্চয়ই তুমি
Didi apnar obokash basat bari somporke lekha pore Sai somay ki bhabe katiye chilen barite seta pore khub bhalo laglo, ami apnar Lekha porer chesta kori, khub bhalo lage, bhalo thakben sustho thakben ❤️
Bah!
Mymensingh kothay thakten? Ami chorparay thaki..
I respect you Ma’am…
Compelled to Live life in exile for 26 years for sharing one’s own truth is beyond humanity….
If we can have our ছেলেবেলা we can have মেয়েবেলা too…
Khub bhalo laglo………apnar bari r aro photo dekhte chai……..purono dinner photo,apnar bhai bon der r bhaipo der photos
ধর্ম নিরপেক্ষ মানে কি পরোক্ষভাবে যে কোন ধর্মকে অবজ্ঞা করা? আর এটার সাথে গোটা বাংলাদেশ নষ্ট হবার কি সম্পর্ক?
Didi..sunachi Kolkata taken..eto asta ichha kora Apnaka deka jata… onk valo taakben..Dead body’r modda praan Fira asla jababa nora uta, apnar leka o amar Jibon mrito manus k jagiya tula…mona hoy ekono bacha achi..still alive in the dead sea..alone..all alone..
সম্ভব হলে পরে উত্তর দেবো, আপনার কিছু কিছু আমার মন ছুঁয়েছে। সম্ভব হলে যোগাযোগ করবেন আশা রাখি।
আমি আপনাকে বেশ পছন্দ করি, আর এ পছন্দের কারনে আমাকে অনেক মাসুলও দিতে হয়েছে। আমি আপনার সব লেখাই পড়ি এবং ঘনিষ্ঠজনদের সাথে তা শেয়ার করি এবং বলি দেখো আমি সত্যবাদী ও প্রতিবাদী তাসলিমা নাসরিনের ভাই।
আমি পেশায় একজন ছোট সংবাদকর্মী। পেশাগত কাজে দায়িত্ব পালন করতে যেয়ে ধর্মান্ধাদের হাতে চরম নির্যাতিত হই যা এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রীয় মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ হতে একমাত্র আমার নাম উল্লেখ করে রিপোর্ট প্রদান করে। আমি ধর্মান্ধ ও দূর্নীতিবাজদের হামলায় আজ প্রায় ১০ মাস বিছানায় আছি এখনো হাটাচলা করতে পারিনা। আমার জন্য দোয়া করবেন। আপনার সাথে যোগাযোগ করতে পারলে খুশি হতাম।
shariful alam chowdhury
cumilla Bangladesh
বাঃ
ম্যাডাম, আমি আপনার ভক্ত, কারণ আপনি মুক্তচিন্তায় বিশ্বাসী।
শুধু আপনার অবকাশ বা বাংলাদেশ নয়। নষ্ট হয়ে গেছে প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশের সামাজিক -রাজনৈতিক পরিবেশ। ভারত তথা পশ্চিমবঙ্গেও আপনাকে মৌলবাদি আক্রমণের শিকার হতে হয়েছে। এখানকার তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোও আপনাকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়েছিল। এ আমাদের সবার লজ্জা।
আমরা কয়েকজন হাইস্কুল লেভেলের ছাত্র মিলে একটি মানবধিকার সাংস্থা প্রাতিষ্ঠা করতে চাচ্ছি। যেটা নারী-পুরুষের সমান অধিকার নিয়ে কাজ করবে।আমাদের আন্তর্জাতিকভাবে সাহায্য করলে ভালো হয়। কারণ আন্তর্জাতিক সাহায্য ছাড়া এটা সম্ভব না।
এখনো অনেক বয়স বাকি আগে নিজের জন্য শিক্ষা অর্জন করুন তার পর সমান অধিকার নিয়ে কাজ করিয়েম।।
চোখের সামনে ভেসে উঠল যেন পুরোটা, এই ক্ষতের কোনো নিরাময় নেই। তবু ‘অবকাশ’ এভাবেই উজ্জ্বল হয়ে থাকুক আপনার স্মৃতিতে…
আপনার স্মৃতি তে আজও তারা অমলিন হয়েই থাকবে। যদিও এসব শোনা বা সহ্য করার ক্ষমতা সকলের পক্ষে সম্ভব পর নয়।
আপনি ভালো থাকবেন,,,❤️
আমি আপনার দীর্ঘায়ু কামনা করি সেই সাথে আপনার মত আরো বিশ্বে মেয়ে হয়ে জন্ম হোকএবং আমার ঘরে অন্তত আপনার মত একটি মেয়ে হয়ে জন্ম হোক আমি আপনার উপন্যাস লেখালেখি রিয়েলি পছন্দ করি তাই আপনার কোনো কিছুই আমার খারাপ দৃষ্টিতে দেখি না সত্তিকারের একজন নাস্তিক যেন আমার ঘরে থাকে ধর্মভীরু লোকদের আমিও কখনো পছন্দ করি না। আপনার যদি কোন সেবা করতে পারতাম বা কোন উপকারে আসতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
এভাবে তুইও একদিন ধ্বংস হবি,
সেদিন বেশি দূরে নয়।
আমরা কয়েকজন হাইস্কুল লেভেলের ছাত্র মিলে একটি মানবধিকার সংস্থা প্রাতিষ্ঠা করতে চাচ্ছি। যেটা নারী-পুরুষের সমান অধিকার নিয়ে কাজ করবে।আমাদের আন্তর্জাতিকভাবে সাহায্য করলে ভালো হয়। কারণ আন্তর্জাতিক সাহায্য ছাড়া এটা সম্ভব না।
‘অবকাশ’ নামটা বেশ রুচিসম্মত। তোমার লেখাগুলোতে অবকাশ সম্বন্ধে পড়েছি। এটা ও পড়লাম, ভাল লাগল। ময়মনসিংহ নামটা আমার কাছে খুব আকর্ষণীয় কারণ আমাদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত স্হান । পিতৃকূল ও মাতৃকূল দুটোই ময়মনসিংহে।
Respected Madam, I am writing to you from a different angle. My qualification reads as Bsc hons, MBBS,MD(pharmacology and Therapeutics, P.hd in molecular biology (genetic engineering).
. I am interested about God from my childhood. But I could not find any good discourse. When I read a book recently published, I really astonished and I will advise you to read that book. There is a chapter as “The Science and God in Harmony”. An unique write -up. You will get all the answers in scientific way. one must read it, then . The detail is given below ( On behalf of Dr. Rup Kumar Roy).
Dear Sir/Madam
I have written a book entitled “ Science, Religion and Spirituality”. It is an unique book , not written previously like this. It has been written with very simple English language so that even class 10th student can understand. I will request you to please read the book at the earliest. It has been published by Ujjal Sahitya Mandir, Print-N- publication, Varnaparichoy, (1st Floor) C-3, College street Market, Kolkata -700007 in Kolkata book fair, Feb 2020.
Mob- , 8961871150 (Publisher) .
In this book there is a chapter on Islam. you must read it. I think you will liked it and you can comment in my gmail address as well. Whether it is in my favour or not do not matters . You are free to react. My gmail ID is [email protected], mob 9839417897. If I got your address I can send you a free copy as gift to you. Rup Kumar Roy
তুমি মন খারাপ কোর না। বইমেলার জন্যে তোমার মনটা আজ উতলা হয়ে উঠেছে জানি। আমি যাচ্ছি, জানানোর চেষ্টা করে যাচ্ছি। আমার ইমেলে জানাও যা জানানোর। ভাল থেকো। ভালবাসা নিও।
Tomake Bubu bole dakte khub icche kore. Jibone nijer jonno chawa olpo kichu icchar moddhe ekti holo ekbar tomar sathe dekha kora. Tumi jiboner dristivongi bodlecho. Tumi amar lekhar onuprerona. Manus er kolom j agun dhorate pare tomar lekha na porle jantei partam na. Tobe sohomotposonkari khub kom pai. Murkho r obibechok mone hoy tader jara tomak na jene na chine tomay nie montobbo kore. “Lojja” die shuru krechilm…tarpor r thamte parini. Tomar attmojiboni pore chokher jol atkate panini. Njk kothao khuje pai ek2 holeo tomar moddhe. Tomak bujhi bole vbi hoyto.. tumi valo theko Bubu. Khub vaggoban mone korbo ekbar dekha pele.