একদিন ঠিকই
একদিন ঠিকই আমি অপেক্ষা করবো তোমার, তুমি বাড়ি ফিরবে,আমি তোমার জন্য চা করে দেবো,স্নানঘরে ধোয়া তোয়ালে দেবো,স্নান করে তুমি কী পরবে, দেবো,তোমার চটি জোড়া এগিয়ে দেবো।তুমি টয়লেটের সিট উঠিয়ে রাখলে নামিয়ে দেবো,ফ্লাশ করতে ভুলে গেলে ফ্লাশ করবো,খাবার টেবিলে সাজিয়ে দেবো তুমি যা যা খেতে পছন্দ করো।তুমি খাবে, তোমার থালায় তুলে দিতে থাকবো আরও,তুমি যত খাবে, …