প্রশান্ত রায়ের পিপলস বুক সোসাইটি
আমার বিরুদ্ধে, আমার প্রকাশক প্রশান্ত রায় বলেন, কালেক্টিভ কন্সপিরেসি চলছে। যেহেতু আমার বিরুদ্ধে সব রাজনৈতিক দল, ডান বাম সব, এমন কী অতি-বাম দলও, তাই, কেউ , কোনও প্রতিষ্ঠানই ,আমার বিরুদ্ধে চূড়ান্ত অন্যায় হলেও, প্রতিবাদ করে না। আমার পক্ষে দুটো বাক্য উচ্চারণ করতেও ভয় পায়। সব প্রতিষ্ঠানই আমাকে চুপিচুপি ত্যাজ্য করেছে। কেউ আমার কোনও লেখা তো …