আজ এইমসে গিয়েছিলাম। এইমস খুব বিখ্যাত সরকারি হাসপাতাল। এইমস থেকে পাশ করলে ডাক্তাররা নিজের বিজ্ঞাপনে এইমসের উল্লেখ করেনই। এইমসের ডাক্তাররা যে অন্যান্য যে কোনও বেসরকারি হাসপাতালের ডাক্তারদের চেয়ে ভাল, এ নিয়ে কারও সংশয় নেই। সরকারি হাসপাতালে আমি খুব স্বচ্ছন্দে চলাফেরা করি। আমি নিজে সরকারি হাসপাতালের ডাক্তার ছিলাম বলেই বোধ হয় । কিন্তু ১৩ জানুয়ারি তারিখে হোঁচট খেয়ে হাঁটুতে ব্যথা পাওয়ার পর আমি কেন এইমসে যাইনি? আমি তো সামান্য দাঁতের ব্যথাতেও এইমসে যাই! আমি তো বন্ধু বান্ধবদের, এবং চেনা পরিচিতদের সব সময় এই উপদেশই এতকাল দিয়েছি যে চিকিৎসা করতে সরকারি হাসপাতালে যাবে, ভিড় ভাট্টা হলেও সরকারি হাসপাতালই বেস্ট, ওখানেই ভাল চিকিৎসা হয়। অপচিকিৎসার শিকার হতে হবে না। সার্জারির দরকার না থাকলে কোনও ডাক্তারই মিথ্যে কথা বলে সার্জারি করবে না।
নিজেকেই প্রশ্ন করি, এতই যখন সরকারি হাসপাতালের ওপর আমার আস্থা, আমি কেন হাঁটুর ব্যথা নিয়ে বেসরকারি হাসপাতালে গিয়েছিলাম? নিশ্চয়ই ভেবেছিলাম শুধু এক্সরে করে দেখা হবে আমার হাঁটু। নিশ্চয়ই ভাবিনি আমাকে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হবে, নিশ্চয়ই ভাবিনি ওখানে বড় একটি অপারেশান হবে আমার। অপারেশান হবে আমার আর তা এইমসে হবে না, এ তো আমার দুঃস্বপ্নের মধ্যেও ছিল না। বেসরকারি হাসপাতাল আমার কাছ থেকে ছলে বলে কৌশলে বিশাল অংকের একটি টাকা নিয়ে আমাকে চিরকালীন পঙ্গুত্ব উপহার দিয়েছে।
সেদিন যদি এইমসে যেতাম, আমি নিশ্চিত ইমারজেন্সি থেকে আমাকে ফাস্ট এইড দিয়ে বিদেয় করা হতো। অত বড় ক্রাইমের শিকার আমাকে হতে হতো না। আজ এইমসে দাঁতের ডাক্তারের নির্ভুল চিকিৎসা নিচ্ছিলাম আর দীর্ঘশ্বাস ফেলছিলাম, সেদিনও তো আজকের মতো এইমসে আসতে পারতাম আমি। এক মুহূর্তের ভুলের জন্য জীবনের কত বড় সর্বনাশ হয়ে গেল।
Abdul Wadud
দিদি আপনাকে ফেসবুকের ইনবক্সে অবকাশের কিছু ছবি পাঠিয়েছি ।
Pradipta Nandi
Ami apnake koekbar C.R.Park market e dekhechhilam. Bhalo legechhilo
MD Zaheed Ehsan
আর কতকাল
থাকবে বিদেশ?
নিজেকে নিঃশেষ!
চলে আসো –
দেখে যাও
তোমার জন্ম ভূমি
স্বাধীন বাংলাদেশ ।