মাদ্রাসাকেই বা দোষ দিই কেন? বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েই বা কী এমন উদ্ধার করছেন আমাদের ছেলেমেয়েরা! অতি শিক্ষিত পরিবারের, শিল্প-সাহিত্য জগতের অতি আধুনিক, অতি সচেতন, অতি সভ্য, অতি সাহসী, অতি উদারপন্থী, অতি প্রতিভাময়ী মেয়েদেরও অধঃপতন ঘটছে। তাঁরাও আচমকা হজ্ব করে এসে হিজাব ধরছেন। একজন প্রতিষ্ঠিত কবি’র অতীব সুন্দরী কন্যা যিনি একই সঙ্গে চিত্রশিল্পী এবং সঙ্গীতশিল্পী এখন হিজাব পরছেন। হিজাবী সুমনা হককে সত্যিই চিনতে কষ্ট হয় । সিনেমার নায়িকাদেরও প্রায়ই দেখছি এমন অধঃপতন। সেদিন এক গানের শিল্পী ঘোষণা করলেন তিনি তাঁর ছেলেমেয়েদের গান শেখাবেন না, বরং মাদ্রাসায় পড়িয়ে তাদের আলেম বানাবেন। আশঙ্কা করছি এই শিল্পীও খুব শীঘ্রই হিজাব ধরবেন। এত চমৎকার নজরুল গীতি গাইতেন ফাতেমাতুজ জোহরা, তিনিও হিজাবের আড়ালে চলে গেছেন। শাহনাজ রহমতুল্লাহ ছিলেন আমার প্রিয় শিল্পী, তিনিও হিজাব ধরেছিলেন, গান ছেড়ে দিয়েছিলেন। ধর্ম জিনিসটা খুব ভয়ঙ্কর, হাবিজাবি গল্প শুনিয়ে মানুষকে হিপ্নোটাইজ করে ফেলে।
SAIFUL ISLAM
where do i start, ok lets do this.. I am a 25 years old boy from dhaka. My family forced me to study Arabic from the age of 8. At first they admitted me in hifz section, believe me it was a living hell for me, i didn’t want to go there because i don’t love the subject and the community as a whole. I loved to read poem and story from my sisters text books, my sisters they always loved me. My father was(still alive) angry type man, he don’t listen to anyone. After straggling 2 years I just tuned into the system. Let’s time to fly by.. I learned nothing at all. I always bribe(by cleaning his clothes massaging his body, making his tea and pan etc) my teacher to tell a lie to my father that i am studying well. That’s how i earn my degree we called “Hafez” and still trying to convince my father that i want to study in school. He denied, but i had to convince him cause there’s no other option and try harder then he kind of agree with hard condition that i have to continue madrasa and school together, agreed, my mother was always supportive to me after he died my father married a mowlana women and she was ruthless n mester manipulator ..together what they did wish i could explain…. To destroy my dreams they did everything they could in the name of faith. Now i am laying in my bed in dark room looking to a darker future and thinking what a darkest life i am living.