মাদ্রাসাকেই বা দোষ দিই কেন? বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েই বা কী এমন উদ্ধার করছেন আমাদের ছেলেমেয়েরা! অতি শিক্ষিত পরিবারের, শিল্প-সাহিত্য জগতের অতি আধুনিক, অতি সচেতন, অতি সভ্য, অতি সাহসী, অতি উদারপন্থী, অতি প্রতিভাময়ী মেয়েদেরও অধঃপতন ঘটছে। তাঁরাও আচমকা হজ্ব করে এসে হিজাব ধরছেন। একজন প্রতিষ্ঠিত কবি’র অতীব সুন্দরী কন্যা যিনি একই সঙ্গে চিত্রশিল্পী এবং সঙ্গীতশিল্পী এখন হিজাব পরছেন। হিজাবী সুমনা হককে সত্যিই চিনতে কষ্ট হয় । সিনেমার নায়িকাদেরও প্রায়ই দেখছি এমন অধঃপতন। সেদিন এক গানের শিল্পী ঘোষণা করলেন তিনি তাঁর ছেলেমেয়েদের গান শেখাবেন না, বরং মাদ্রাসায় পড়িয়ে তাদের আলেম বানাবেন। আশঙ্কা করছি এই শিল্পীও খুব শীঘ্রই হিজাব ধরবেন। এত চমৎকার নজরুল গীতি গাইতেন ফাতেমাতুজ জোহরা, তিনিও হিজাবের আড়ালে চলে গেছেন। শাহনাজ রহমতুল্লাহ ছিলেন আমার প্রিয় শিল্পী, তিনিও হিজাব ধরেছিলেন, গান ছেড়ে দিয়েছিলেন। ধর্ম জিনিসটা খুব ভয়ঙ্কর, হাবিজাবি গল্প শুনিয়ে মানুষকে হিপ্নোটাইজ করে ফেলে।
Leave a Reply